IQNA

কেনিয়ায় সকলে "ইসলামী বীমা"র দিকে ঝুঁকছে

23:33 - September 06, 2018
সংবাদ: 2606640
আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ায় গত বছর থেকে ইসলামী বীমা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

কেনিয়ায় সকলে
বার্তা সংস্থা ইকনা: কেনিয়ার বীমা এসোসিয়েশন (AKI) এর মতে, কেনিয়ায় গত বছর থেকে বীমাকারীদের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।
শরিয়া মোতাবেক ইসলামী বীমার "তাকাফুল" প্রতিষ্ঠিত। বর্তমানে ইসলামী বীমা কেনিয়ায় সবথেকে জনপ্রিয় বীমায় পরিণত হয়েছে।
২০১৭ সালে কেনিয়াতে তাকাফুল ইসলামী বীমার প্রিমিয়ামটি ২৫৪ মিলিয়ন কেনিয়ান শিলিংয়ে পৌঁছে একটি অসাধারণ রেকর্ড করেছে। অথচ এর পরিমাণ ২০১৬ সালে শুধুমাত্র ৩.৭ মিলিয়ন শিলিং ছিল।
কেনিয়ায় ২০১৬ সালে বিমার বিল পতনের ফলে ইসলামী বিমা বৃদ্ধি পেয়েছে। কেনিয়ায় তাকাফুল বীমা, যা আফ্রিকা তাকাফুল বীমা হিসেবে পরিচিতি লাভ করেছে। এটি সেদেশের একমাত্র শরিয়া মোতাবেক বীমা ব্যবস্থা।
iqna

 

captcha