IQNA

ইমাম মাহদীর সাথী হওয়ার জন্য ব্যকুল হতে হবে

17:28 - September 11, 2018
সংবাদ: 2606686
হে ইমাম! আমরা আপনার সাথী হতে চাই এবং সর্বদা আপনার নির্দেশ পালনের জন্য প্রস্তুত রয়েছি। এই কথাটি অন্তর থেকে হওয়া উচিত শুধুমাত্র মৌখিক হলে চলবে না।

ইমাম মাহদীর সাথী হওয়ার জন্য ব্যকুল হতে হবে


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পবিত্র কুরআনে মু’মিনের সেফাত বা বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণিত হয়েছে: তারা কাফেরদের সাথে যুদ্ধের সময় শাহাদাত অথবা বিজয় কামনা করে।

মহানবীর(সা.) সাথীরা, ইমাম আলীর সাথীরা, ইমাম হুসাইনের সাথীরা এমন ছিলেন এবং ইমাম মাহদীর সাথীরাও এমন হবে।

সূরা বাকারাহ'র ২০৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন-

وَمِنَ النَّاسِ مَنْ يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاةِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ

"যখন অশান্তি সৃষ্টিকারীদের বলা হয়- তোমরা আল্লাহকে ভয় কর এবং অশান্তি সৃষ্টি কর না, তখন তাদের একগুঁয়েমি বৃদ্ধি পায়। অহংকার ও বিদ্বেষ তাদেরকে পাপের দিকে আকৃষ্ট করে। জাহান্নামের আগুন তাদের জন্য যথেষ্ট এবং নিশ্চয়ই তা নিকৃষ্ট আশ্রয়স্থল। কিন্তু মানুষের মধ্যে অনেকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করে। আল্লাহ তার বান্দাদের প্রতি দয়াশীল।

মুমিন হল কাজে বিশ্বাসী। মুমিন আল্লাহর সাথে লেনদেন করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সচেষ্ট থাকে, কিন্তু মুনাফিকরা পার্থিব বিষয়ের সাথে লেনদেন করে এবং তারা মানুষের সন্তুষ্টির প্রত্যাশায় রয়েছে।

captcha