IQNA

নামাজের প্রতি আকর্ষণ বৃদ্ধি করানোর জন্য ইন্দোনেশিয়ার মেয়রের অদ্ভুত পদক্ষেপ

23:56 - September 25, 2018
2
সংবাদ: 2606806
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পলম্বংয়ের মেয়র তার অধীনস্থ কর্মচারীদের মসজিদে নামাজ আদায় করতে নির্দেশ দিয়েছেন। অন্যথায় তাদেরকে কাজ থেকে বহিষ্কার করা হবে।

আহাদ তামিমিকে ইরানে আসতে দেয়নি ইসরাইল; শ্রদ্ধা জানাল বিশ্ব কার্যক্রম
বার্তা সংস্থা ইকনা: ইন্দোনেশিয়া দক্ষিণ সুমাত্রা প্রদেশের রাজধানী পলম্বংয়ের মেয়র "হার্নো চাভো" গত সপ্তাহে তিনি মেয়র পদে নিযুক্ত হয়েছেন। মেয়র পদে নিযুক্ত হওয়ার পর তিনি তার অধীনস্থ সকল কর্মচারীদেরকে নামাজের প্রতি আকর্ষণ বৃদ্ধি করানোর জন্য মসজিদে জামাত সহকারে নামাজ আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন। অন্যথায় তাদেরকে কাজ থেকে বহিষ্কার অথবা পদাবনতি করা হবে বলে ঘোষণা দিয়েছেন।
পলম্বং পৌরসভার জনসংযোগ ব্যবস্থাপক আবু বেলাল এ ব্যাপারে বলেন: পৌরসভার সকল কর্মচারী ও কর্মকর্তাদের জন্য এই নির্দেশ দেয়া হয়েছে। তবে জরিমানা অর্থাৎ বহিষ্কার অথবা পদাবনতি শুধুমাত্র সিনিয়র কর্মকর্তাদের জন্য বহল থাকবে।
উল্লেখ্য, পালাম্বং পৌরসভায় মোট ১৬ হাজার কর্মচারী রয়েছে। তবে এর মধ্যে জরিমানা শুধুমাত্র ১৬০০ সিনিয়র কর্মকর্তাদের জন্য নির্ধারণ করা হয়েছে।
iqna

 

প্রকাশিত: 2
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আজ্ঞাতনামা
0
0
খুবই ভালো একটা পদক্ষেপ আমাদের দেশে এমনটা হওয়া দরকার
rjfxlgbp
0
0
20
captcha