IQNA

বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই বাহরাইনের নির্বাচন শুরু

16:21 - November 24, 2018
সংবাদ: 2607333
আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনের সংসদীয় ও পৌর নির্বাচন আজ (২৪শে নভেম্বর) শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: বাহরাইনের সংসদীয় ও পৌর নির্বাচন বিরোধী দলের পক্ষ থেকে নির্বাচন বয়কট হওয়ার পরও আজ (২৪শে নভেম্বর) শুরু হয়েছে।
আজ স্থানীয় সময় সকাল ৮টায় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনে সরকারী আল-ওয়াইফক ও আল-ওয়াহেদ গ্রুপের নির্বাচনে অংশগ্রহণের অনুমতি নেই।
এই নির্বাচনের ৪০টি সংসদীয় আসনের জন্য ২৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে বাহরাইনের কিছু আলেম সংসদীয় ও পৌর নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি অবৈধ বলে ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন, এই নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে অত্যাচারীদের সাহায্য করা হবে এবং ইসলাম ধর্মের জন্য এটি একটি বৃহৎ হারাম বলে পরিগণিত হবে।
iqna

 

captcha