IQNA

ভারতে কুরআন ও হাদিস প্রতিযোগিতায় ৪০০ জনের নাম নিবন্ধন

23:51 - November 28, 2018
1
সংবাদ: 2607376
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে "আল-মুস্তাফা" শিরোনামে আন্তর্জাতিক কুরআন ও হাদিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ৪০০ জন প্রতিনিধি নিজেদের নাম নিবন্ধন করেছেন।

ভারতে কুরআন ও হাদিস প্রতিযোগিতায় ৪০০ জনের নাম নিবন্ধনবার্তা সংস্থা ইকনা: ভারতে "আল-মুস্তাফা" আন্তর্জাতিক কুরআন ও হাদিস প্রতিযোগিতার নাম নিবন্ধন পর্ব শুরু হয়েছে। নাম নিবন্ধন পর্ব ১৭ই নভেম্বর শুরু হয়েছে এবং একাধারে ২৮শে নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

উক্ত প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের অনুষ্ঠান ভারতে শিয়াদের কুরআনিক সেন্টার ও মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতার অনুষ্ঠান ২০১৯ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। ২৭শে নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের ৪০০ জন প্রতিনিধি নিজেদের নাম নিবন্ধন করেছেন।

বর্তমানের ভারতে ৭০টি কুরআনিক কেন্দ্র সক্রিয় রয়েছে। ধারণা করা হচ্ছে এ বছর এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাবে।

উল্লেখ্য, গতবছর কুরআন ও হাদিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ১৫৮১ জন প্রতিনিধি নাম নিবন্ধন করেছিলেন। এছাড়াও ভারতের ৭০টি কুরআনিক কেন্দ্র ও মাদ্রাসা থেকে ৫৮টি মাদ্রাসা অংশগ্রহণ করেছিল। প্রাথমিক পর্ব থেকে চূড়ান্ত পর্বে ১০২ জন প্রতিযোগী উত্তীর্ণ হয়েছিল। এই বছর "আল-মুস্তাফা" আন্তর্জাতিক কুরআন ও হাদিস প্রতিযোগিতার অনুষ্ঠান ৯ ও ১০ম জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।

iqna

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
xjvcsdbg
0
0
20
captcha