বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান লন্ডনে হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের কুরআনিক ইন্সটিটিউটের শখার পক্ষ থেকে এবং আয়াতুল্লাহ আল-উজমা খুইয়ি দাতব্য প্রতিষ্ঠানের সহযোগিতায় ইংল্যান্ডের বিভিন্ন শহরের ক্বারিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। ১৮ বছরের উপরের ক্বারিগণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেছেন জালাল মাহমুদী, হায়দার মুসাভী, হানী আল-ওরদ, নাজির আল-হাকিম।
উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রতিযোগীরা নিজেদের তিলাওয়াতকৃত অডিও ফাইল বিচারকমণ্ডলীর নিকটে প্রেরণ করেছেন এবং তাদের মধ্য থেকে বাছয় করে বেশ কয়েকজন ক্বারিকে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়। চূড়ান্ত পর্ব থেকে শীর্ষ স্থানে উত্তীর্ণ তিন জনকে নির্বাচন করা হয়।
হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে এই প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মুস্তাফা আল-আলী, ইয়াসির মাহদী এবং হুসাইন আস-সালেহ যথাক্রমে প্রথম থেকে তৃতীয় স্থানের অধিকারী হন।
প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণীর অনুষ্ঠানে লন্ডনে অবস্থিত ইরাকের রাষ্ট্রদূত সহকারে বেশ কয়েক জন ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্বমণ্ডলী উপস্থিত ছিলেন।
iqna