বার্তা সংস্থা ইকনা: মিডিয়ার সক্রিয় কর্মী যায়নুল আবেদীন বলেন: সিরিয়ার গণতান্ত্রিক বাহিনী "কাসাদ" বুধবার সেদেশের দেইর আয-যোরের পূর্বাঞ্চলের "আশ-শায়ফা এলাকায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ঘাটিতে ব্যাপক হামলা চলিয়েছে।
তিনি বলেন: উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সিরিয়ার ফুরাত নদীর তীরে সেদেশের গণতান্ত্রিক বাহিনী "কাসাদ" সন্ত্রাসীদের উপর এই হামলা চালায়। এসময়ে পরস্পরের মধ্যে গুলি ও বোমা নিক্ষেপ করা হয়।
তিনি বলেন: বুধবার সকালে আশ-শায়ফা ও সুসা এলাকার অধিবাসীরা তাদের গৃহ ত্যাগ করে "কাসাদের" নিয়ন্ত্রিত এলাকায় চলে যায়।