IQNA

তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়;

সিরিয়ার ২ লাখ ৯৫ হাজার শরণার্থীর নিজ দেশ প্রত্যাবর্তন

12:18 - January 07, 2019
সংবাদ: 2607697
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে: সিরিয়ায় গৃহযুদ্ধের ফলে সেদেশ থেকে ২ লাখ ৯৫ হাজার শরণার্থী তুরস্কে আশ্রয় নিয়েছে। এসকল শরণার্থী ২০১৮ সাল নিজের দেশে ফিরে গিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবী করেছে, তুরস্ক সেনারা সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে "সেফার ফুরাত" এবং "শাখেই যায়তুন" নামে প্রসিদ্ধ অপারেশন চালিয়ে " PKK" এবং দায়েশের হাত থেকে এই এলাকা মুক্ত করেছে। এরফলে তুরস্কে আশ্রয় নেওয়া সিরিয়ার ২ লাখ ৯৫ হাজার শরণার্থীর নিজ দেশ ফিরে যাওয়া সহজতর হয়েছে।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মিডিয়ায় তাদের নিজস্ব একাউন্টে ঘোষণা করেছে: গত বছর, ৮ লাখ ৫৩ হাজার বিদেশি নাগরিককে তুরস্কে বসবাসের জন্য অনুমতি দেওয়া হয়েছে এবং ২ লাখ ৭০ হাজার অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ৫৬ হাজার অভিবাসী নিজের দেশে ফিরে গিয়েছে।
iqna

 

captcha