IQNA

আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহারে ব্যাপারে তালিবান-মার্কিন চুক্তি

23:41 - January 25, 2019
সংবাদ: 2607789
আন্তর্জাতিক ডেস্ক: কাতারে যুক্তরাষ্ট্র ও সন্ত্রাসী গোষ্ঠী তালেবানের মধ্যে এক বৈঠক হয়েছে। এই বৈঠকে আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহারে ব্যাপারে মধ্যে দুপক্ষ একমত পোষণ করেছে।

বার্তা সংস্থা ইকনা: কাতারের রাজধানী দোহায় তালেবান নেতারা ও আফগান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ টানা চারদিন ধরে আলোচনা করছে। মূলত এ আলোচনা দুদিন চলার কথা থাকলেও পরে তা বাড়ানো হয়েছে। বিশ্লেষকরা একে ইতিবাচক বলে মন্তব্য করেছেন।
চলতি সপ্তাহের প্রথম দিকে আমেরিকা তালেবানের সঙ্গে তাদের আলোচনা শুরুর কথা জানিয়েছিল। তবে দুদিনে আলোচনা শেষ না হওয়ায় তা টেনে চারদিনে নেয়া হয়েছে।
আফগান হাই পিস কাউন্সিলের মুখপাত্র সাইয়্যেদ এহসান তাহেরি বলেছেন, “যখন আলোচনা লম্বা হয় তখন তার অর্থ দাঁড়ায় আলোচনা স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে এবং অংশগ্রহণকারীরা ইতিবাচক ফলাফলের কাছাকাছি থাকে।
এদিকে, তালেবান ও আমেরিকার আলোচনায় মূলত তিনটি বিষয় গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে। বিষয় তিনটি হচ্ছে- আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার, অন্য দেশে হামলা চালানোর জন্য আফগানিস্তানের ভূমি ব্যবহার না করা এবং সম্ভাব্য যুদ্ধবিরতি।iqna

 

captcha