IQNA

পাকিস্তানে "গাজার ছবি" প্রদর্শনী

23:58 - January 27, 2019
সংবাদ: 2607803
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কোয়েটা শহরে ইরানী কালচারাল হাউসের প্রচেষ্টায় "গাজার ছবি" প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রদর্শনীতে গাজার চলমান পরিস্থিতির আলোকে বিভিন্ন ছবি, পোস্টার এবং পেন্টিং প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত প্রদর্শনীটি ইরানী কালচারাল হাউসের প্রচেষ্টায় কোয়েটা শহরের আলামদার এলাকার খাদিজা কোবরা প্রশিক্ষণ কমপ্লেক্স অনুষ্ঠিত হয়েছে।

"গাজার ছবি" প্রদর্শনীর মূল  উদ্দেশ্য হচ্ছে গাজার নিপীড়িত ও প্রতিভাবান জনগণের বিরুদ্ধে মানবতা ও শৈশবের বিরুদ্ধে জ্যোতির্বিরোধী অপরাধের কথা স্মরণ করিয়ে দেয়। বিগত বছরগুলোর ন্যায় এ বছরেও দর্শনার্থীরা ব্যাপক অভ্যর্থনা জানিয়েছে।

শিক্ষার্থী এবং তাদের পিতামাতাদের জন্য দুটি স্তরে অর্থাৎ সকাল এবং বিকালে তিন দিনের এই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। প্রদর্শনীর পরে দর্শনার্থীদের জন্য ভিডিও ক্লিপ সম্প্রচার করা হচ্ছে। iqna

 

captcha