IQNA

বোস্টনে জুমার নামাজে উপস্থিত হলেন আমেরিকান গভর্নর

21:22 - February 03, 2019
সংবাদ: 2607861
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ম্যাসাচুসেটসের গভর্নর “চার্লি বেকার” শুক্রবার (১ম ফেব্রুয়ারি) বোস্টনের ইসলামিক কেন্দ্রের মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের সাথে দেখা করেছন।

বার্তা সংস্থা ইকনা: এসময় তিনি বোস্টনের ইসলামিক কেন্দ্রটি ঘুরে দেখেন। জুমার নামাজের খুতবা শোনার পর তিনি বক্তৃতা পেশ করেন।

এই মসজিদের খতিব ও পেশ ইমাম শেইখ ইয়াসির ফাহমি বলেন: মানুষ বিভিন্ন ধর্মের ছায়াতলে বড় হচ্ছে। তার একত্রে পাশাপাশি জীবন যাপন করছরে। তবে, সাধারণত তারা বুঝতে পারে না যে তারা এমন একজন ব্যক্তির পাশে বসে আছে, যার একটি সুন্দর আত্মা রয়েছে। হঠাৎ করে তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তবে অন্যদের অপরিচিত মনে করা বিষের মতো বিপদজনক।

তিনি বলেন: একটি সার্বজনীন সত্য আছে এবং সেটি হচ্ছে,  প্রতিবেশীদের ভালবাসতে হবে। প্রতিবেশীদেরকে ভয় করা উচিত নয়।

জুমার খুতবার পর ম্যাসাচুসেটসের গভর্নর চার্লি বেকার বলেন: আমি এখানে এসে নিজেকে অনেক ধন্য মনে করছি। বিভিন্ন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে। সবচেয়ে বিভ্রান্তিকর কারণ হচ্ছে, বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে বিভেদ সৃষ্টি করা।

তিনি বলেন: গভর্নোরেট পদটি আমাকে ম্যাসাচুসেটসের জনগণকে বিশেষ ভাবে জানার সুযোগ করে দিয়েছে। যদি আমি এই পদে না থাকতাম তাহলে আমি হয়ত এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতাম। আপনাদের সাথে থাকার সুযোগ করে দেয়ার জন্য আমি অনেক গর্বিত।

ম্যাসাচুসেটসের গভর্নর আরও বলেন: শেইখ ইয়াসির ফাহমি (মসজিদের খতিব ও পেশ ইমাম) অনেক সুন্দর এবং স্বতঃস্ফূর্তভাবে কথা বলেন। কিছুদিন আগে আমি তাকে আমার অফিসে আমন্ত্রণ জানিয়েছিলাম। তখন তিনি আমাকে মসজিদে আসান জন্য আমন্ত্রণ জানান।

গভর্নর চার্লি বেকার বলেন: আমি অনেক ইবাদতের স্থান পরিদর্শন করেছি। এসকল স্থানে পরিদর্শন করে একটি বিষয় বুঝতে পেরেছি যে, সকল মানুষ সমাজের অংশ হতে চাই। তাদের সকলের পথ পৃথক কিন্তু তাদের উদ্দেশ্য এক। আর সেটি হচ্ছে নিজেকে একজন উত্তম মানুষ হিসেবে গড়ে তোলা। iqna

 

 

 

 

captcha