IQNA

'সন্ত্রাসীদের লালনের জন্য পাকিস্তানকে মূল্য দিতে হবে'

19:22 - February 22, 2019
সংবাদ: 2607991
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবুতোরাবিফার্দ বলেছেন, একটি প্রতিবেশী মুসলিম দেশ সন্ত্রাসী অনুচর গোষ্ঠীর লালন ও প্রতিপালন কেন্দ্র হবে তা ইরানের কাছে গ্রহণযোগ্য নয়।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: দক্ষিণ-পূর্ব ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে আজ তেহরানের জুমা নামাজের খোতবায় তিনি এই মন্তব্য করেন। 

আবুতোরাবিফার্দ বলেছেন, পাকিস্তানের উচিত নয় তার প্রতিবেশী দেশগুলোর জন্য অশান্তি ও গোলযোগ সৃষ্টির পরিবেশ তৈরি করা। পাকিস্তানকে এ ধরনের কাজের জন্য মূল্য দিতে হবে বলে তিনি উল্লেখ করেন। 

তিনি বলেন, একটি মুসলিম প্রতিবেশী দেশ হিসাবে পাকিস্তান সরকার অতীতের আচরণগুলো সংশোধন করবে ও ভ্রাতৃপ্রতিম নীতি বজায় রাখার পথ সুগম করবে বলে ইরান আশা করছে। 

আবুতোরাবিফার্দ ইরানের ইসলামী বিপ্লবকে এক অনন্য বিপ্লব হিসেবে উল্লেখ করে বলেছেন, ইরান গত ৪০ বছর ধরে ইসলাম ও বিপ্লবী নীতিমালার ওপর অবিচল রয়েছে এবং তীব্র গতিতে এগিয়ে যাওয়ার নিজস্ব ধারা অব্যাহত রাখবে। 

গত ১৩ ফেব্রুয়ারি পাকিস্তান সীমান্তের কাছাকাছি অঞ্চলে ইরানি সীমান্তরক্ষী বহনকারী একটি বাস আত্মঘাতী সন্ত্রাসী হামলার শিকার হলে ২৭ জন সীমান্তরক্ষী শহীদ ও ১৩ জন আহত হয়। জাইশুল আদল নামের একটি তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করে। আত্মঘাতী হামলাকারী পাকিস্তানের নাগরিক বলে ইরান জানিয়েছে। 

ইরান বলে আসছে জাইশুল আদল নামের এই সন্ত্রাসী গোষ্ঠী ইরানের বিরুদ্ধে পাকিস্তানকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। iqna

captcha