IQNA

বাশার আসাদকে সর্বোচ্চ নেতা;

সিরিয়াকে সহযোগিতা করে ইরান গর্বিত

20:39 - February 25, 2019
সংবাদ: 2608013
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, সিরিয়ার প্রতি সমর্থনকে আমরা প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন বলে মনে করি এবং তা ইরানের জন্য গর্বের বিষয়। আজ (সোমবার) সকালে তেহরানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বার্তা সংস্থা ইকনা: সর্বোচ্চ নেতা আরও বলেছেন, প্রেসিডেন্ট বাশার আসাদ ও জনগণের দৃঢ়তা ও প্রতিরোধের কারণেই সিরিয়া বিজয় অর্জন করেছে এবং আমেরিকা ও তার আঞ্চলিক অনুচররা পরাজিত হয়েছে। তিনি বলেন, ইরান সিরিয়াকে সহযোগিতা করতে পেরে গর্বিত। 

তিনি বলেন, সিরিয়ায় সংকট শুরুর প্রথম থেকেই ইসলামি ইরান সিরিয় জনগণ ও সরকারের পাশে ছিল। সিরিয়ার সরকার জনগণকে সঙ্গে নিয়ে আমেরিকা, ইউরোপ ও তাদের আঞ্চলিক মিত্রদের সমন্বয়ে গঠিত মহাজোটের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং শেষ পর্যন্ত বিজয় অর্জন করেছে। 

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, সিরিয়ায় প্রতিরোধকামী জোটের বিজয়ে আমেরিকা ক্ষুব্ধ হয়েছে এবং এখন নতুন নতুন ষড়যন্ত্র করছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, মার্কিনীরা এখন সিরিয়ায় বাফার জোন প্রতিষ্ঠার চেষ্টা করছে, এটি তাদের মারাত্মক ষড়যন্ত্রগুলোর একটি। দৃঢ়তার সঙ্গে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। 

সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ ইরানের আন্তরিক সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান। বাশার আসাদ বলেন, সিরিয়া যুদ্ধ ইরানের বিরুদ্ধে ইরাকের চাপিয়ে আট বছরের যুদ্ধের মতো। ইরান অনেক ত্যাগ স্বীকার করেও আমাদের পাশে ছিল। iqna

 

 

captcha