বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনের এন্ডোভমেন্টের মন্ত্রী “ইউসুফ আদীস” ঘোষণা করেছেন: ইহুদিবাদী ইসরাইলি সেনারা গতমাসে আল-আকসা মসজিদে ৩০ বার হামলা চালিয়েছে।
তিনি বলেন: এছাড়াও ইহুদিবাদী ইসরাইল গতমাসে আল-খলিল এলাকার ইব্রাহিম মসজিদে ৪৪ বার আযান সম্প্রচারে বাধা দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে আল-আকসা মসজিদের উপর তিনবার ইসরাইলের গিলাড্রের (ইঞ্জিন বিহীন) বিমান উড়েছে।
আদীস আরও বলেন যে, আল-আকসা মসজিদ ভাগাভাগি করার জন্য যায়নবাদীরা এই মসজিদ এখনও অবরোধ করে রেখেছে।
তিনি আরও বলেন: ইসরাইলের শাসক জেরুজালেম এন্ডোভমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান শেইখ আব্দুল আযিম সাহলাব এবং তার উপদেষ্টা শেইখ নাজেহ বাকিরাতসহ আল-আকসা মসজিদের বেশ কয়েকজন কর্মীকে বহিষ্কার করেছে।
এছাড়াও ফেব্রুয়ারি মাসে বাবুর রাহমান থেকে মুসলমানেরা প্রবেশ করার পর চরমপন্থি ইহুদিরা এই বাবের (প্রবেশ দ্বার) দেয়ালে ইসলাম বিরোধী স্লোগান লিখেছে। iqna