IQNA

মৌরিতানিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান

21:52 - May 29, 2019
সংবাদ: 2608633
আন্তর্জাতিক ডেস্ক: মৌরিতানিয়ার রাজধানী নোআকচোট্ট প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড শিরোনামে ক্বিরাত ও হেফজের আলোকে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতায় ১০টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

বার্তা সংস্থা ইকনা: এই প্রতিযোগিতার অনুষ্ঠান গতকাল (২৮শে মে) থেকে শুরু হয়েছে। প্রতিযোগিতার অনুষ্ঠানে মরক্কো, তিউনিশিয়া, আলজেরিয়া, সেনেগাল, নাইজেরিয়া, মালি, তুরস্ক, মিশর, সৌদি আরব এবং মৌরিতানিয়ার প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

মৌরিতানিয়ার ইসলামিক ও মৌলিক শিক্ষা মন্ত্রী আহমেদ ওলিদ আহলে দাউদ এ ব্যাপারে বলেছেন: প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানটি কুরআনের প্রতি যুবকদের অনুপ্রেরণা এবং বিভিন্ন ধরণের ভুল ও ভ্রান্তি দুর করা, ঐশী গ্রন্থের সেবা করা এবং উম্মতে ইসলামি যুবকদের মধ্যে কুরআন শিক্ষা বিস্তার করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন: এছাড়াও, বিশ্বে যুবক হাফেজদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক বৃদ্ধি করা এবং ক্বারি ও হাফেজগণের পারস্পরিক সম্পর্ক ও সম্মান বৃদ্ধি করার উদ্দেশ্যেও এই প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।  iqna

 

captcha