IQNA

মালয়েশিয়ায় সর্বোচ্চ সময় ধরে কুরআন তিলাওয়াতের রেকর্ড

21:22 - June 03, 2019
সংবাদ: 2608659
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার টেরাঙ্গানু বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কুরআন মাহফিলে ক্বারিগণ সর্বোচ্চ সময় ধরে কুরআন তিলাওয়াত করে রেকর্ড করেছেন।

বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ার টেরাঙ্গানু বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কুরআন মাহফিলে এক ক্বারিগণ সর্বোচ্চ সময় ধরে কুরআন তিলাওয়াত করে সেদেশের পূর্বের রেকর্ড ভঙ্গ করে নতুন রেকর্ড করেছেন।
ক্বারিগণ টানা ৫ দিন কুরআন তিলাওয়াত করেছে। ১৭ই মে অনুষ্ঠিত এই মাহফিলে ৫০০ ক্বারি অংশগ্রহণ করেছেন। শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণের মাধ্যমে টানা ১২৩ ঘণ্টা এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুরআন তিলাওয়াতের সংস্কৃতি প্রচলনের উদ্দেশ্যে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
টেরাঙ্গানু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য “নুর এইনি মুখতার বলেন: এই অনুষ্ঠানটি পরিচালনা করা সহজ লভ্য ছিল না। তবে এই মাহফিলটি পরিচালনার মাধ্যমে উপস্থিত সকলের হৃদয়কে পরিতুষ্টি করেছে। iqna

 

captcha