IQNA

সিরিয়ার আল-হুল শিবির থেকে দায়েশের ৮০০ নারী ও শিশুর মুক্তি

22:34 - June 04, 2019
সংবাদ: 2608671
আন্তর্জাতিক ডেস্ক: আল-হুল শিবির থেকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ৮০০ নারী ও শিশুকে মুক্তি দেওয়া হয়েছে। সিরিয়ার কুর্দি বাহিনী এই খবর জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মোতায়েনকৃত কুর্দি বাহিনী ঘোষণা করেছে: সোমবার আল-হুল শিবির থেকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ৮০০ নারী ও শিশুকে মুক্তি দেওয়া হয়েছে। এসকল ব্যক্তিদের আল-রাকা ও আল-তাবাকাহ শহরে স্থানান্তর করা হবে।

শিবিরের কর্মকর্তা এবং আশায়ারার নেতাদের সাথে আলোচনার মাধ্যমে এসকল নারী ও শিশুদের মুক্ত করা হয়েছে।

আশায়ারের নেতারা এই পূর্বেও শিবিরে বসবাসকৃত নারী ও শিশুদের মুক্তি প্রদান করার জন্য আহবান জানিয়েছিল।

উল্লেখ্য যে, আল-হুল শিবিরটি সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসসেকা প্রদেশে অবস্থিত। iqna

 

 

captcha