IQNA

ইব্রাহীম মসজিদে ২৪৪ বার আযান প্রচারে বাধা দিল ইসরাইল

23:00 - July 03, 2019
সংবাদ: 2608825
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের এন্ডোমেন্টস মন্ত্রণালয় ঘোষণা করেছে: ইহুদিবাদী ইসরাইলের কর্তৃপক্ষ বিগত ছয় মাসে আল-খলীল এলাকায় “ইব্রাহীম” মসজিদে ২৪৪ বার আযান প্রচারে বাধা দিয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফিলিস্তিনের এন্ডোমেন্টস মন্ত্রণালয় ঘোষণা করেছে: ইহুদিবাদী ইসরাইলের কর্তৃপক্ষ চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত পশ্চিম তীরের আল-খলীল এলাকায় “ইব্রাহীম” মসজিদে ২৪৪ বার আযান প্রচারে বাধা দিয়েছে।

এই ঘোষণা অনুযায়ী, ইসরাইলের কর্তৃপক্ষ শুধুমাত্র জুন মাসে এই মসজিদে ৫১ বার আযান প্রচারে বাধা দিয়েছে।

উল্লেখ্য যে, ১৯৭২ সালে ইসরাইলের কর্তৃপক্ষ ইব্রাহীম মসজিদের এক কোণায় ইহুদিদের উপাসনা করার অনুমতি দেয়। ১৯৯৪ সালে বর্বর ইহুদিরা এই মসজিদে গণহত্যা চালাই। এই গণহত্যায় এই মসজিদের ২৯ জন মুসল্লি নিহত এবং শতাধিক মুসল্লি আহত হন। এরপর থেকে এই মসজিদ মুসলমান ও ইহুদিদের জন্য দুই ভাগে বিভক্ত করা হয়েছে। ইহুদিদের উৎসবসমূহের সময় এই মসজিদে ইহুদিরা মুসলমানদের আযান প্রচার ও নামাজ আদায়ের অনুমতি দেয় না।

আল-খলীল শহরের পুরনো আবাসিক এলাকায় ৪০০ জন বাসিন্দাকে ১৫০০ জন জায়নবাদী সেনা সুরক্ষা প্রদান করছে। iqna

 

 

captcha