IQNA

মুক্তি পেলেন আল-কুদস বিষয়ক ফিলিস্তিনি মন্ত্রী

17:46 - September 27, 2019
সংবাদ: 2609312
আন্তর্জাতিক ডেস্ক: বুধবার (২৫শে সেপ্টেম্বর) আল-কুদস বিষয়ক ফিলিস্তিনি মন্ত্রী ফাদি আল-হাদামিকে ইহুদিবাদী ইসরাইলের সেনারা আটক করেছিল। আটক করার এক দিন পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইহুদিবাদী ইসরাইলি সেনারা আল-কুদস বিষয়ক ফিলিস্তিনি মন্ত্রী ফাদি আল-হাদামিকে গ্রেফতার করেছিল। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাকে মুক্তি দিয়েছে।
বুধবার সকালে ইসরাইলি সেনারা হাদামির বাড়িতে হামলা চালায় এবং তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং সেখানে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে পুনরায় ছেড়ে দেয়।
ইসরাইলী সেনারা তাদের গ্রেপ্তার অপারেশন অব্যাহত রেখে আল-কুদস বিষয়ক ফিলিস্তিনি মন্ত্রী ফাদি আল-হাদামি এবং জেরুজালেমের গভর্নর আদনান গাইয়েছকে গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদের পর মুক্ত করে দেয়।
এছাড়াও বিক্ষোভে অংশগ্রহণ করার অজুহাতে ইহুদিবাদী সেনারা অপর ১০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।
তাদের জামিনে মুক্তি দেওয়া হলেও তারা গৃহবন্দী রয়েছেন। তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে তবে বর্তমানে তারা গৃহবন্দী রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গতকাল জেরুজালেমের ৫ জন অধিবাসীকে ৩য় অক্টোবর পর্যন্ত নির্বাসনে পাঠানো হয়েছে এবং এক যুবককে ১০ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।  iqna

 

 

 

captcha