IQNA

লন্ডনের মিউজিয়ামে অটোমান সাম্রাজ্যের কুরআন তিলাওয়াতের অঙ্কিত ছবির প্রদর্শন

23:39 - October 06, 2019
সংবাদ: 2609381
আন্তর্জাতিক ডেস্ক: ১৯ শতাব্দীতে অঙ্কিত একটি চিত্রে একজন নারীকে কুরআন তিলাওয়াত করতে দেখা যায়। এই ঐতিহাসিক ছবিটি লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে প্রদর্শন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ১৮৮০ সালে ওসমান হামিদি বিগ নিজ হাতে এই ছবিটি আঁকেন। সম্প্রতি এই ছবিটি মালয়েশিয়ার ইসলামী আর্টস মিউজিয়াম ৬৩ লাখ পাউন্ড অর্থাৎ ৭৪ লাখ ডলারে ক্রয় করেছে।
১৮৮০ সালে অঙ্কিত এই ছবিতে একজন নারীকে ইসলামী পরিবেশে কুরআন তিলাওয়াত করতে দেখায় যায়। এই শিল্পটির মূল বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী আর্কিটেকচার এবং পোশাকের সূক্ষ্ম নকশা।
ব্রিটিশ মিউজিয়ামে "প্রাচ্য থেকে অনুপ্রাণিত: কীভাবে ইসলামিক বিশ্বে প্রভাবিত পশ্চিমা শিল্প" শিরোনামে অনুষ্ঠিত প্রদর্শনের কর্মকর্তা জিউলিয়া ট্যাগোল বলেছেন: এই চিত্রটি এই বিভাগের জন্য অন্যতম মূল্যবান শিল্প।
তিনি বলেন: হামদি বিগের চিত্রগুলোতে পশ্চিমা-পূর্বের পারস্পরিক আলাপচারিতার প্রতিপাদ্যকে তুলে ধরা হয়েছে।   iqna

captcha