IQNA

কাবুলের মাদ্রাসায় ৩ হাজার গ্রন্থ অনুদান করল ইরান

22:33 - October 22, 2019
সংবাদ: 2609485
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে অবস্থিত ইরানের কালচারাল অ্যাটাশের পক্ষ থেকে কাবুলের হাউজা ইলমিয়া রিসালাতে তিন হাজার গ্রন্থ অনুদান করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরান ও আফগানিস্তানের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক বিকাশের জন্য ফিকাহ, আকাইদ, ইসলামিক, বৈজ্ঞানিক এবং একাডেমিকসহ অন্যান্য বিষয়ের তিন হাজার গ্রন্থ অনুদান করা হয়েছে। কাবুলের হাউজা ইলমিয়া রিসালাতের প্রধান জাওয়াদ সালেহীর উপস্থিতের ইরানের কালচারাল অ্যাটাশে এসকল গ্রন্থ উক্ত হাউজা ইলমিয়ার লাইব্রেরীতে অনুদান করেছেন।
মূলত এই গ্রন্থগুলো শহীদ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ হুসাইন হুসাইনীর। তিনি মিনা ট্রাজেডিতে শহীদ হন। তিন ইমাম রেজা (আ.)এর পবিত্র মাজারের জামে রাজাভি প্রাঙ্গণের পেশ ইমাম ছিলেন। তার সকল গ্রন্থ ইমাম রেজা (আ.)এর মাজারে ওয়াকফ করে যান। আফগানিস্তানে ব্যবহারের জন্য আস্তানে কুদস রাজাভি এই গ্রন্থগুলো কাবুলের হাউজা ইলমিয়া রিসালাতের দান করেছে।  iqna

 

captcha