IQNA

সৌদি সীমান্তের কাছে মার্কিন-নির্মিত ড্রোন ভূপাতিত করল হুথিরা

0:21 - November 02, 2019
সংবাদ: 2609553
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন আমেরিকার তৈরি একটি ড্রোন ভূপাতিত করেছে।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় ড্রোনটিকে লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী হুদায়দার কাছে ভূপাতিত করা হয়। আনসারুল্লাহর সামরিক মুখপাত্র ইয়াইয়া সারি একে 'গোয়েন্দা তৎপরতায় নিয়োজিত পাইলটবিহীন বিমান' বলে অভিহিত করেন।তিনি বলেন, সৌদি আরবের সীমান্তবর্তী আসির প্রদেশের কাছে ড্রোনটি ভূপাতিত করা হয়।

অবশ্য সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী এখনো এ বিষয়ে মুখ খোলে নি। গত কয়েক বছরে আমেরিকায় তৈরি বেশ কয়েকটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের সেনাবাহিনী। এগুলোর মধ্যে এমকিউ-৯ মডেলের ড্রোন ভূপাতিত হয়েছে সবচেয়ে বেশি। ইয়েমেনের ওপর গত প্রায় পাঁচ বছরের সৌদি আগ্রাসনে আমেরিকা আগ্রাসী বাহিনীর সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে।

 

captcha