IQNA

ফায়ার সার্ভিসে ১০ হাজার ডলার অনুদান করেছে অস্ট্রেলিয়ার মুসলমানেরা

15:14 - November 21, 2019
সংবাদ: 2609673
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি অস্ট্রেলিয়ায় অগ্নিকাণ্ড বৃদ্ধি পেয়েছে। এজন্য সেদেশের মুসলমানেরা দমকল বাহিনীকে সহায়তা প্রদানের জন্য ১০ হাজার ডলার অনুদান করেছে।

ফায়ার সার্ভিসে ১০ হাজার ডলার অনুদান করেছে অস্ট্রেলিয়ার মুসলমানেরাবার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: অস্ট্রেলিয়ার সিডনি শহরের মুসলমানেরা দমকল বাহিনীতে নিয়োজিত সদস্যদের সহায়তা প্রদানের জন্য ১০ হাজার ডলার অনুদান করেছে।
অস্ট্রেলিয়ার ওয়াপাচ শহরের দমকল বাহিনীকে এই সাহায্য প্রদান করা হয়েছে।
অস্ট্রেলিয়ার মুসলিম ঐক্য আঞ্জুমানের সদস্য ওমর চার বলেন: সম্প্রতি এক অগ্নিকাণ্ডে দমকল বাহিনীর পরিশ্রম দেখার পর আমরা এদেশের সংখ্যালঘু মুসলমানদের নিকট থেকে এই অর্থ সংগ্রহ করি এবং সেই অর্থ দমকল বাহিনীর সদস্যদের জন অনুদান করি।
অক্টোবর মাসের শেষের দিকে সিডনির ৩০০ কিলোমিটার উত্তরে নিউ সাভাত ওল্জ প্রদেশের জঙ্গলে আগুন ধরে। অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকালে গরম এবং শুষ্ক আবহাওয়ার কারণে প্রায়ই এধরণের আগুন ধরে। তবে এ বছরে অগ্নিকাণ্ডের মাত্র এতটাই অধিক ছিলো যে সকলকে আশ্চর্য করেছে।  iqna

captcha