বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ত্রিনিদাদ ও টোবাগো প্রজাতন্ত্রের পুলিশ রিজার্ভ বাহিনীর মহিলা সদস্য “শ্যারন রূপ” সেদেশের পুলিশ বাহিনীর নিকট হতে ১ লাখ ৮৫ হাজার ডলার ক্ষতিপূরণ পেয়েছেন।
পুলিশ বাহিনীর সদস্যের দায়িত্ব পালনের সময় ইসলামিক পোশাক পরা বৈষম্যমূলক নিষেধাজ্ঞার কারণে তাকে এই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
শ্যারন রূপ ২০০৯ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন এবং ২০১৪ সাল থেকে নিয়মিত হিজাব ব্যবহার করেন। হিজাব ব্যবহারের ফলে তিনি বেশ কয়েকবার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কর্তৃক ইউনিফর্ম লঙ্ঘের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
ত্রিনিদাদ ও টোবাগো (ইংরেজি: Trinidad and Tobago ট্রিনিড্যাড্ অ্যান্ড্ টবেগো) দক্ষিণ ক্যারিবিয়ান সাগরের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এর রাজধানীর নাম পোর্ট অফ স্পেন। ত্রিনিদাদ ও টোবাগো মোট জনসংখ্যা ১৩ লাখ। দেশটির মোট জনসংখ্যার ৫ শতাংশ জনগণ মুসলমান। iqna