IQNA

আটক সন্দেহভাজনদের প্রতি ইসলামি ক্ষমা প্রদর্শন করুন: ইরানের সর্বোচ্চ নেতা

22:45 - December 04, 2019
সংবাদ: 2609769
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সাম্প্রতিক সহিংসতায় জড়িত সন্দেহে আটক ব্যক্তিদের প্রতি ইসলাম নির্দেশিত ক্ষমা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি সাম্প্রতিক সহিংসতার মূল কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিলের সচিব আলী শামখানির এ সংক্রান্ত এক চিঠির জবাবে তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে ইসলাম ভিত্তিক ক্ষমার নীতি অনুসরণ করতে হবে।

সর্বোচ্চ নেতা বলেন, যেসব সাধারণ মানুষ সহিংসতায় জড়িত ছিল না কিন্তু সহিংসতার মধ্যে পড়ে জীবন হারিয়েছেন তাদেরকে শহীদ হিসেবে গণ্য করা হবে এবং শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে নিহতদের পরিবারকে সহযোগিতা করা হবে। এ সময় তিনি সহিংসতায় নিহত নিরপরাধ ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেন। ইরানের সর্বোচ্চ নেতা নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করার ওপর জোর দেন।

গত মাসে ইরানের সরকার পেট্রোলের দাম বাড়ানোর পর দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের আয়োজন করে সর্বস্তরের মানুষ। কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভে একদল দুর্বৃত্ত ঢুকে যায় এবং সহিংসতা চালায়। এর ফলে হতাহতের ঘটনা ঘটে। iqna

 

captcha