IQNA

নেকাবধারীদের কাছে ক্ষমা চাইলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

22:21 - December 05, 2019
সংবাদ: 2609774
রাজনৈতিক ও সামাজিক ডেস্কঃ নেকাবধারী মুসলিম নারীদের প্রতি অবমাননাকর প্রবন্ধ প্রকাশের জন্য ক্ষমা চেয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।

আরাবি ২১ এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: কয়েক মাস আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বোরখাধারী নারীদেরকে ‘ব্যাংক ডাকাত এবং পোষ্ট বক্সে’র সাথে তুলনা করেছিলেন। এর জন্য তিনি ক্ষমা চেয়েছেন।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ITV চ্যানেলের একটি অনুষ্ঠানে গত গ্রীস্মে এক ব্রিটিশ দৈনিকে প্রকাশিত তার ঐ প্রবন্ধের জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন।

নেকাব বা বোরখাধারী নারীদের প্রতি অবমাননার বিষয়ে ঐ অনুষ্ঠানের উপস্থাপকের ছোঁড়া এক প্রশ্নের জবাবে তিনি বলেন: ‘যা কিছু আমি বলেছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং এর পূর্বেও আমি এর জন্য ক্ষমা চেয়েছি’।

তিনি গত শুক্রবার ইসলামভীতি বিষয়ক একটি রেডিও প্রোগ্রামে ঐ অবমাননার জন্য ক্ষমা চেয়ে বলেন: ‘যা কিছু আমি (ঐ প্রবন্ধে) বলেছি –যা অবমাননার কারণ হয়েছে- তার জন্য আমি ক্ষমাপ্রার্থী’।

প্রসঙ্গত, বরিস জনসন গত গ্রীস্মে ব্রিটিশ এক দৈনিকে প্রকাশিত তার এক প্রবন্ধে বোরখাধারী নারীদেরকে ‘ব্যাংক ডাকাত এবং পোস্ট বক্সে’র মত দেখতে বলে উল্লেখ করেছিলেন।#3862004

captcha