IQNA

মালদ্বীপের সরকার;

মালদ্বীপে জাকির নায়েক প্রবেশ করতে পারবে না

17:13 - December 14, 2019
সংবাদ: 2609834
আন্তর্জাতিক ডেস্ক: উগ্রপন্থী বক্তব্যের কারণে মালদ্বীপের সরকার জাকির নায়েককে সেদেশে প্রবেশ করতে বাধা দিয়েছে।

ইন্ডিয়া ডক কমের উদ্ধৃতি বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মালদ্বীপের সংসদের স্পিকার মুহাম্মদ নাশিদ ঘোষণা করেছেন: বিতর্কিত বক্তব্যের কারণে সরকার ধর্ম প্রচারককে মালদ্বীপে প্রবেশ করতে বাধা দিয়েছে।
৫৩ বছরের জাকির নায়েক ২০১৬ সালে নিজ দেশ ত্যাগ করে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছে।
ভারত সরকার ২০১৬ সাল থেকেই মালয়েশিয়ার নিকটে জাকির নায়েককে হস্তান্তরের আহ্বান জানিয়ে আসছে।
টেলিভিশনে বক্তৃতার মাধ্যমে যুবকদের সন্ত্রাসবাদের দিকে উস্কে দেওয়া এবং বেনামি উৎস থেকে তহবিল সংগ্রহ করার জন্য নয়াদিল্লী তার বিরুদ্ধে অভিযোগে করেছে।
মালদ্বীপের সংসদের স্পিকার মুহাম্মদ নাশিদ শুক্রবার ANI নিউজ এজেন্সিকে বলেছেন: যারা শান্তিপূর্ণভাবে ধর্ম প্রচার করেন তাদের সাথে আমাদের কোন বিরোধিতা নেই। তবে যদি কেও বিদ্বেষমুলক কোন মন্তব্য করে এবং দেশের জনগণকে উগ্রবাদীর প্রতি উস্কে দেয়ে সেক্ষেত্রে আমরা বাধা প্রয়োগ করবো।  iqna

captcha