IQNA

ইয়েমেনে সৌদি জোটের আরও দুই ড্রোন ধ্বংস

15:27 - December 31, 2019
সংবাদ: 2609937
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সেনাবাহিনী ঘোষণা করেছে: ইয়েমেনের উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে সৌদি জোটের আরও দুইটি গুপ্তচর ড্রোন ধ্বংস করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সোমবার আনসারুল্লাহ ও ইয়েমেন প্রতিরক্ষা বাহিনী সেদেশের সাদা ও আল-হাদিদা শহর থেকে সৌদি জোটের দুটি গুপ্তচর ড্রোন ধ্বংস করেছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় আল-হাদিদা প্রদেশের আল-সালিফ এলাকায় একটি গুপ্তচর মিশনের সময় করিয়াল নামে একটি গুপ্তচর ড্রোনকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এছাড়াও সোমবার, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদ প্রদেশের রাজে এলাকায় সৌদি জোটের অপর একটি গুপ্তচর ড্রোন গুলি করে ধ্বংস করা হয়েছে।
উল্লেখ্য যে, ইয়েমেন হচ্ছে সৌদি আরবের দরিদ্র প্রতিবেশী দেশ। ২০১৫ সালের মার্চ থেকে সেখানে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী। এর ফলে এ পর্যন্ত অসংখ্য মানুষ হতাহত ও বাস্তুহারা হয়েছেন। এছাড়া দেশটির মৌলিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
ইয়েমেনি জনগণ সৌদি আরবের তাবেদার সরকারকে প্রত্যাখ্যান করার কারণে সেখানে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। iqna

 

captcha