IQNA

বাগদাদে মার্কিন দূতাবাসের সকল কার্যক্রম বন্ধ

13:05 - January 02, 2020
সংবাদ: 2609956
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে জনসাধারণের জন্য কনস্যুলার সেবা বন্ধ করা হয়েছে। ইরাকের হাজার হাজার বিক্ষুব্ধ জনতা দূতাবাস ভবনে হামলা চালানোর পর মার্কিন সরকার এই ব্যবস্থা নিয়েছে। ইরাকের জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবির ওপর মার্কিন সেনাদের বিমান হামলার প্রতিবাদ জানাতে গিয়ে বিক্ষুব্ধ জনতা এক পর্যায়ে দূতাবাস ভবনে হামলা চালায়।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: গতকাল (বুধবার) এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানিয়েছে, “দূতাবাস কম্পাউন্ডে গেরিলাদের হামলার কারণে সমস্ত কনস্যুলার সার্ভিস বন্ধ করা হলো এবং পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। মার্কিন নাগরিকদেরও দূতাবাস ভবনে না আসার জন্য অনুরোধ করা যাচ্ছে।"

এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার মঙ্গলবার ঘোষণা করেছেন যে, ইরাকের ঘটনাবলী মোকাবেলার জন্য সরকার আরো সাড়ে সাতশ সেনা মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে।

মঙ্গলবার ইরাকের হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ বাগদাদের মার্কিন দূতাবাসে মিছিল নিয়ে যায়। এসময় দূতাবাসের ভেতরে থাকা মার্কিন নিরাপত্তা কর্মীরা সমবেত জনতাকে ছত্রভঙ্গ করার জন্য টিয়ারগ্যাস এবং স্টান গ্রেনেড ছুঁড়লে সমবেত জনতা আরো বেশি ক্ষুব্ধ হয়ে ওঠে এবং দূতাবাসে হামলা চালায়। ওই দিন বিক্ষুব্ধ জনতার একাংশ দূতাবাস ভবন ও মার্কিন পতাকায় আগুন ধরিয়ে দেয়।  iqna

captcha