IQNA

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী;

কাসেম সোলাইমানিকে হত্যা করে আইন লঙ্ঘন করেছে আমেরিকা

21:43 - January 07, 2020
সংবাদ: 2609994
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়ে আইন লঙ্ঘন করেছেন, এটা বেআইনি কাজ। তিনি এই কাজের সম্ভাব্য পরিণতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মাহাথির মোহাম্মাদ মনে করেন, এর ফলে সন্ত্রাসবাদ আরও ছড়িয়ে পড়বে। আজ (মঙ্গলবার) সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘আমরা এখন আর নিরাপদ নই। কেউ যদি কাউকে অবজ্ঞা করে বা কারো পছন্দ মতো কথা না বলে তাহলে অন্য দেশ থেকে ওই ব্যক্তির পক্ষে ড্রোন পাঠিয়ে হত্যা করাকেও বৈধ মনে করা হতে পারে।' সম্ভবত আমার উপর গুলি চালানোকেও ঠিক মনে করা হতে পারে।

সোলাইমানি হত্যাকাণ্ডকে সৌদি আরবের নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করে তিনি মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত ৩ জানুয়ারি ভোরে বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। জেনারেল সোলাইমানি ইরাক সরকারের আমন্ত্রণে সেদেশ সফরে গিয়েছিলেন। এদিকে মার্কিন সন্ত্রাসী হামলার চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। iqna

 

 

captcha