IQNA

ইরানের সহযোগিতার কথা ভুলব না: কাতারের আমির, পাশে আছি বললেন রুহানি

20:38 - January 12, 2020
সংবাদ: 2610028
আন্তর্জাতিক ডেস্ক: কাতারের আামির শেইখ তামিম বিন হামাদ আলে সানি আজ (রোববার) তেহরানে বলেছেন, কাতারের দুঃসময়ে ইরানের সহযোগিতার কথা তার দেশ কখনোই ভুলবে না। তিনি আরও বলেছেন, ইরানের প্রেসিডেন্ট ড. রুহানির সঙ্গে আমার অত্যন্ত ভালো আলোচনা হয়েছে।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তিনি আলোচনার মাধ্যমে চলমান আঞ্চলিক সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন।

এ সময় ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেন, ইরান কাতারের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। দ্বিপক্ষীয় সম্পর্ক সব ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে দুই দেশ প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও সংসদ স্পিকার আলী লারিজানির সঙ্গেও বৈঠক করবেন বলে কথা রয়েছে। ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতিও গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে।

আজই তেহরান পৌঁছান কাতারের আমির। তেহরানের সায়াদাবাদ কমপ্লেক্সে কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান প্রেসিডেন্ট রুহানি। গত সপ্তাহে কাতারের পররাষ্ট্রমন্ত্রীও তেহরান সফর করেন।  iqna

captcha