IQNA

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এবার রাজস্থান বিধানসভায় প্রস্তাব আনার প্রস্তুতি

11:53 - January 20, 2020
সংবাদ: 2610073
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে কংগ্রেসশাসিত রাজস্থানে প্রস্তাব আনার প্রস্তুতি চলছে। আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হওয়া বিধানসভার বাজেট অধিবেশনে ‘সিএএ’-এর বিরুদ্ধে প্রস্তাব আসতে চলেছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সরকারী সূত্র বলছে, আসন্ন বাজেট অধিবেশনে ‘সিএএ’র বিরুদ্ধে প্রস্তাব উপস্থাপনের বিষয়ে রাজ্য সরকার বিবেচনা করছে। এবং সংশ্লিষ্ট প্রস্তাবটি বিধানসভার অধিবেশনের প্রথম দিনেই পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। বিতর্কিত ‘সিএএ’-এর বিরুদ্ধে আগেই কেরালা ও পাঞ্জাব বিধানসভায় প্রস্তাব পাস হয়েছে।

গত (শুক্রবার) বিধায়ক ওয়াজিব আলী রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোটকে চিঠি পাঠিয়ে ‘সিএএ’-এর বিরুদ্ধে প্রস্তাব আনার অনুরোধ করেছিলেন। ওয়াজিব আলী বলেন, সারাদেশে ‘সিএএ’র বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। সংশোধিত আইন সংবিধানের চেতনার পরিপন্থী এবং এটি সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে।

অন্যদিকে, বিরোধী বিজেপি বলেছে, তাঁদের দল সরকারের ওই পদক্ষেপ গ্রহণের তীব্র বিরোধিতা করবে। রাজস্থানের বিজেপি সভাপতি সতীশ পুনিয়া বলেছেন, 'আমরা সরকারের এ জাতীয় যে কোনও পদক্ষেপ গ্রহণের বিরোধিতা করব। মুখ্যমন্ত্রী, সরকার বা কোনও দল বা যেই হোক না কেন কেউই আইনের ঊর্ধ্বে নয়।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বেশ কয়েকবার বলেছেন যে রাজ্য সরকার রাজ্যে ‘সিএএ’ এবং জাতীয় নাগরিকপঞ্জি ‘এনআরসি’ কার্যকর করবে না। মুখ্যমন্ত্রী গেহলোট বিতর্কিত আইনের বিরুদ্ধে আগেই সোচ্চার হয়েছেন এবং ‘সিএএ’-এর বিরুদ্ধে গত মাসে রাজধানী জয়পুরে এক বিশাল ও শান্তিপূর্ণ সমাবেশ করেছিলেন।

এদিকে আজ (রোববার) কংগ্রেসের সিনিয়র নেতা আহমেদ প্যাটেল বলেছেন, সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে পাঞ্জাবের পরে এবার রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিশগড়ের মতো রাজ্যেও প্রস্তাব আনার কথা বিবেচনা করা হচ্ছে। এরফলে বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা যাবে বলেও আহমদ প্যাটেল মন্তব্য করেন।
সূত্র: parstoday

captcha