IQNA

একদিনের সফরে তেল আবিবে রাশিয়ান প্রেসিডেন্ট

20:58 - January 24, 2020
সংবাদ: 2610098
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেল আবিবে সফর করেছেন।

রাশিয়া আল-ইয়াউমের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: গতকাল সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেল আবিবে প্রবেশ করেছেন।

এই সফর দুই দিনের হওয়া কথা ছিল। তবে বুধবার রাশিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি ওশাকভ ঘোষণা বলেছেন: পুতিনের সফর দুই দিনের হওয়া কথা ছিল। কিন্তু নতুন সরকার গঠনের কারণে এই সফর একদিনের করা হয়েছে।
হলোকাস্ট অনুষ্ঠানের পাশাপাশি পুতিন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং ইউক্রেনের সমকক্ষ ভলডোমির জ্লেন্স্কির সাথে সাক্ষাত করেছেন।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি বিস্কোভ ঘোষণা করেছেন: এই সফরে পুতিন ফিলিস্তিনেও ভ্রমণ করবেন এবং সেখানে ফিলিস্তিনের নেতাদের সাথে সাক্ষাৎ করবেন।  iqna

 

 

captcha