IQNA

ঐতিহাসিক শিল্প হিসেবে স্বীকৃতি পেলো বার্বাডোসের মসজিদ

18:22 - January 27, 2020
সংবাদ: 2610115
আন্তর্জাতিক ডেস্ক: ল্যাটিন আমেরিকার দ্বীপ বার্বাডোসের একটি মসজিদ ঐতিহাসিক শিল্প হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

Barbados Advocate –এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: “মদিনা” নামক এই মসজিদটি ১৯৫৭ সালে নির্মিত হয়েছে। গতকাল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ঐতিহাসিক এই মসজিদটিকে বার্বাডোস জাতীয় নীল এবং সাদা ব্যাজ প্রদান করা হয়েছে। বার্বাডোসের সরকার এধরণের ব্যাজ শুধুমাত্র ঐতিহাসিক স্থানসমূহে প্রদান করেন।

মসজিদ বোর্ডের প্রধান মুহাম্মাদ আহমাদ বলেন: গত ছয় দশক ধরে এই মসজিদে কেবলমাত্র উপাসনাই করা হয়নি; বরং এখানে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ এবং উত্তম চিন্তাভাবনাও প্রদান করা হয়েছে।

বলাবাহুল্য যে, বার্বাডোস ক্যারিবিয়ান সাগর এবং উত্তর আটলান্টিক এবং উত্তর-পূর্ব ভেনেজুয়েলার মধ্যে অবস্থিত একটি দ্বীপ দেশ। দেশটির মোট জনসংখ্যা প্রায় ২ লাখ ৭৯ হাজার। এরমধ্যে প্রায় ৫ শতাংশ জনগণ মুসলমান। iqna

captcha