IQNA

হোয়াইট হাউস:

আরব উপদ্বীপের আল-কায়েদার নেতা নিহত

20:34 - February 07, 2020
সংবাদ: 2610190
আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউস ঘোষণা করেছে, আরব উপদ্বীপের আল-কায়েদার নেতা ইয়েমেনে এক বিশেষ অভিযানে নিহত হয়েছে।

রয়টার্সের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আরব উপদ্বীপের আল-কায়েদার নেতা “কাসিম আল-রিমি” এবং এই গ্রুপের উপ-সহকারী “আয়মান আল জাওয়াহিরি” ইয়েমেনে মার্কিন বাহিনীর অভিযানে নিহত হয়েছে।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে: ৯০-এর দশকে আল-রিমি আফগানিস্তানে আল-কায়েদার সাথে যোগ দিয়ে ইয়েমেনের নাগরিক এবং মার্কিন স্বার্থের বিরুদ্ধে কাজ শুরু করেছিল। তার মৃত্যুতে আমেরিকা, আমাদের স্বার্থ এবং আমাদের মিত্ররা আরও সুরক্ষিত হয়েছে।

আল-রিমির মৃত্যুর গুজব গত মাসের শেষদিকে থেকে কানাঘুষা চলছিল। তবে মার্কিন সরকার এই খবর নিশ্চিত করেনি। মার্কিন যুক্তরাষ্ট্র জানুয়ারির শেষের দিকে ইয়েমেনে একটি বাড়িতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল।

ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, আরব উপদ্বীপের আল-কায়েদার নেতা “কাসিম আল-রিমি”কে আমেরিকা হত্যা করেছে।  iqna

 

captcha