IQNA

বোমা বিস্ফোরণের সম্ভাবনায়;

খালি করা হলো জার্মানের "ফাতেহ" মসজিদ

19:11 - February 28, 2020
সংবাদ: 2610318
তেহরান (ইকনা)- জার্মানের বাডেন রুর্টেমবার্গ প্রদেশের ফাতেহ মসজিদে বোমা থাকার আশঙ্কায় দেশটির নিরাপত্তা বাহিনী মসজিদটি খালি করেছে।

জার্মানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বাডেন রুর্টেমবার্গ প্রদেশের ফাতেহ মসজিদের ভিতরে সম্ভব্য বোমা থাকার আশঙ্কায় নিরাপত্তা বাহিনী মসজিদটি পুরো খালি করেছে।

২৫শে ফেব্রুয়ারি সন্ধ্যায় একটি ই-মেইল উল্লেখ করা হয়েছে, তুর্কি ইসলামিক ধর্মীয় ইউনিয়নের আওতাধীন ফাতেহ মসজিদে বিস্ফোরণের উদ্দেশ্যে বোমা রাখা হয়েছে।

এই ই-মেইলটি তাৎক্ষণিক পুলিশকে দেখালে নিরাপত্তা জন্য পুলিশ মসজিদ খালি করার নির্দেশ দেয় এবং মসজিদের চারপাশ নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখে।

তদন্ত করার পর পুলিশ মসজিদের ভিতরে কোন বোমা খুঁজে পায়নি। তবে জার্মানি পুলিশ ও প্রসিকিউটর এই বিষয়টি এখনও তদন্তের আওতাধীন রেখেছে। iqna

captcha