IQNA

ফার্সি নববর্ষের ইমাম রেজা (আ.)এর পবিত্র রওজা শরীফে ভাষণ দিচ্ছেন না সর্বোচ্চ নেতা

20:12 - March 09, 2020
সংবাদ: 2610380
তেহরান (ইকনা)- ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ফার্সি নববর্ষের ভাষণ বাতিল করেছেন। ইরানের পবিত্র নগরী মাশহাদের হজরত ইমাম রেজা(আ.) মাজার থেকে প্রতি নববর্ষে এ ভাষণ দেন তিনি।

ইরানে চলমান করোনাভাইরাসের মহামারি প্রতিরোধে দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের সুপারিশের আলোকে এবারের নববর্ষেরে ভাষণ বাতিল করা হয়।

সর্বোচ্চ নেতার দফতর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, আগামী ফার্সি নববর্ষের অনুষ্ঠান বাতিল করা হয়। মার্চ মাসের ২০ তারিখে ফার্সি নতুন বছর শুরু হবে।

করোনাভাইরাস নির্মূলে ইরানের স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশাবলী ইরানের জনগণ যথাযথ ভাবে মেনে চলবে বলেও সর্বোচ্চ নেতার দফতর থেকে দেয়া বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।  iqna

 

 

captcha