IQNA

চীনে সুস্থ হয়েছে ৬২ হাজার করোনা রোগী

1:31 - March 10, 2020
সংবাদ: 2610385
তেহরান (ইকনা)- বিশ্বের প্রায় ১০৭টি দেশ ও অঞ্চলের প্রায় এক লাখ ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে অন্তত ৩৮২৮ জনের। তবে আক্রান্তের মধ্যে বিপুল সংখ্যক মানুষ সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটি সোমবার জানিয়েছে, এখন পর্যন্ত ৬১ হাজার ৯৮২ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশে কিছুটা স্বস্তিও রয়েছে।

চীনে সোমবার পর্যন্ত ৩১১৯ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৪০ জন, যা এ যাবতকালে সর্বনিম্ন। এর ফলে করোনার কেন্দ্রস্থল উহানে স্থাপন করা ১১টি অস্থায়ী হাসপাতাল বন্ধ করে দিয়েছে চীনা কর্তৃপক্ষ।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত ৬১ হাজার ৯৮২ জন সুস্থ হয়েছে। তাদের মধ্যে ৫৮ হাজার ৬০০ জন বাড়ি ফিরে গেছে বলেও জানিয়েছে তারা। আবার এই ৫৮ হাজার ৬০০ জনের মধ্যে ৪৬ হাজার ৪৩৩ জনই হুবেই প্রদেশের বাসিন্দা।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮২৮ জনে। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ। প্রাণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়েছে ১০৭টি দেশ ও অঞ্চলে।
সূত্র: rtvonline

captcha