IQNA

ইরানে গণকবর দেয়ার ব্যাপারে ভুয়া খবর ছেপেছে ওয়াশিংটন পোস্ট

0:01 - March 15, 2020
সংবাদ: 2610414
তেহরান (ইকনা)- প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ভুয়া খবর ছেপেছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটি দাবি করেছে, ইরানের করোনাভাইরাসে মৃতদের গণকবর দেয়ার ব্যবস্থা করেছে সরকার এবং মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে।

ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর দেশটির সরকার তা মোকাবেলায় যে প্রচেষ্টা চালাচ্ছে সে সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে কয়েকবার প্রশংসা করা হলেও পশ্চিমা কিছু গণমাধ্যম বলছে ইরান করোনাভাইরাস-বিরোধী লড়াইয়ে অদক্ষতার পরিচয় দিচ্ছে। এ নিয়ে ইরানের ভেতরে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং ইরানের ব্যর্থতার কারণে এ ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যা দেশটিকে ঝুঁকির মুখে ফেলেছে।

এ সম্পর্কে ওয়াশিংটন পোস্ট বিশেষভাবে ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট ছেপেছে। সর্বশেষ এক রিপোর্টে তারা শিরোনাম করেছে- “করোনাভাইরাস মোকাবেলায় ইরান সরকার মিথ্যা কথা বলছে।” তারা অন্য একটি শিরোনামে বলেছে, “ইরানের অদক্ষতার কারণে পুরো মধ্যপ্রাচ্য এখন করোনাভাইরাসের ঝুঁকির মুখে।”

সর্বশেষ এক রিপোর্টে ওয়াশিংটন পোস্ট বলেছে, “ইরানে করোনাভাইরাসে এত বেশি মানুষ মারা গেছে যে, তাদেরকে গণকবর দিতে হয়েছে এবং তা মহাশূন্য থেকে দেখা যাচ্ছে যা একটি বিশাল ফুটবল মাঠের সমান।
সূত্র:parstoday

ইরানে গণকবর দেয়ার ব্যাপারে ভুয়া খবর ছেপেছে ওয়াশিংটন পোস্ট

captcha