IQNA

কুয়েতে করোনা এবং আজান পরিবর্তন | ভিডিও

0:07 - March 15, 2020
সংবাদ: 2610416
তেহরান (ইকনা)-করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় কুয়েতে দুই সপ্তাহ ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে এ ছুটি কার্যকর করা হচ্ছে। করোনার প্রকোপ থেকে বাঁচতে মসজিদে নামাজও সীমাবদ্ধ করা হয়েছে দেশটিতে।

এছাড়াও করোনার প্রকোপে কুয়েতের মসজিদে আজানেরও পরিবর্তন ঘটানো হয়েছে। আজানে মুসল্লিদের ঘরে বসে নামাজ আদায়ের জন্য আহ্বান জানানো হচ্ছে।

কুয়েতে ঘরে বসে নামাজ আদায়ের আহ্বান জানিয়ে প্রদত্ত আজান ইতিমধ্যে সামাজিক নেটওয়ার্কে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় যে, আজানের মধ্যে الصلاة في بيوتكم বাক্যটি যোগ করা হয়েছে। এর অর্থ হচ্ছে, “আপনারা ঘরে নামাজ আদায় করুন”। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ করার জন্য এবং দেশটির জনগণদের মসজিদে উপস্থিত রোধের জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটি নীতে তুলে ধরা হল:

iqna

captcha