IQNA

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদান ফরযে কেফায়া: আয়াতুল্লাহ সিস্তানি

20:50 - March 18, 2020
সংবাদ: 2610437
তেহরান (ইকনা)- করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও সেবা প্রদানের ব্যাপারে ইরাকের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সিস্তানি’র নিকটে প্রশ্ন করা হলে তিনি বলেন: করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও সেবা প্রদান করা হচ্ছে ফরজে কেফায়া।

সম্প্রতি ইরাকে শীর্ষ আলেম আয়াতুল্লাহ সিস্তানির নিকটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও সেবা প্রদানের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন: করোনারি হার্ট ডিজিজের রোগীদের চিকিৎসা করা এবং তাদের যত্ন নেওয়া হচ্ছে ফরজে কেফায়া। (অর্থাৎ কিছু সংখ্যক ব্যক্তি যদি এ ফরজ কাজটি করেন, তাহলে বাকীদের সেই ফরজ কাজটি করা লাগবে না। শর্ত হলো ফরজ কাজটি ভালোভাবে করতে হবে)

এই ফতোয়ায় তিনি আরও বলেন: চিকিৎসক এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী পেশাদার ব্যক্তিদের সার্বিকভাবে সমর্থন ও সাহায্য প্রদান করতে হবে। যাতে তারা এই রোগ থেকে তারা নিরাপদ থাকেন এবং চিকিৎসক এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী পেশাদার ব্যক্তিদের সমর্থনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন অবহেলা বৈধ হবে না।

প্রভাবশালী শিয়া আলো আরও বলেন: মহান আল্লাহ তাদের (চিকিৎসক কর্মীদের) প্রচেষ্টার মূল্য এই দুনিয়ায় প্রদান করবেন এবং আখিরাতেও তাদের এই পারিশ্রমিক লিপিবদ্ধ করা হবে।

আয়াতুল্লাহ সিস্তানি সর্বশেষে বলেন: করোনারি হার্ট ডিজিজের রোগীদের চিকিৎসা চলাকালীনসময় যদি কোন চিকিৎসক অথবা চিকিৎসা কর্মী মারা যায় তাহলে অবশ্যই তিনি শহীদ হিসাবে বিবেচিত হবেন। iqna

 

করোনা রোগীদের সেবা প্রদান ফরযে কেফায়া: আয়াতুল্লাহ সিস্তানি

captcha