IQNA

আমেরিকার বিরুদ্ধে ইমাম হুসাইন (আ.)এর মাজারের মুতাওয়ালির অভিযোগ

17:48 - March 19, 2020
সংবাদ: 2610440
তেহরান (ইকনা)- ইরাকের পবিত্র নগরী কারবালার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জন্য আমেরিকার বিরুদ্ধে ইমাম হুসাইন (আ.)এর মুতাওয়ালি আদলতে অভিযোগ করেছেন।

কারবালার তাইয়্যেব কোম্পানির প্রধান এবং ইমাম হুসাইনের (আ.) পবিত্র মাজারের উপ-মহাসচিব হাসান রাশিদ আল-আবাইচী বলেন: গুরুত্বপূর্ণ বিষয় হলো আমেরিকানরা কেবল আইনের ভাষা বোঝে।

কারবালার বিমানবন্দর একটি বেসামরিক বিমানবন্দর। এব্যাপারে ইঙ্গিত দিয়ে তিনি বলেন: কারবালার আন্তর্জাতিক বিমানবন্দরে আক্রমণ করার জন্য মার্কিন আদালতে একজন মার্কিন আইনজীবী মামলা করেছেন।

আল-আবাইচি আরও বলেন: ইমাম হুসাইন (আ.)এর মাযারের কর্তৃপক্ষ ইতিমধ্যে বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জাতিসংঘ এবং সুরক্ষা কাউন্সিলের নিকটে একটি চিঠি প্রেরণ করেছে।

তিনি গুরুত্বারোপ করে বলেন: বহু আন্তর্জাতিক সংস্থা কারবালার বিমানবন্দরে বোমা হামলার নিন্দা জানিয়েছে।

আল-আবাইচি বলেন: এই হামলার ব্যাপারে জনসাধারণকে অবগত করার জন্য ইমাম হুসাইন (আ.)এর মাযার কর্তৃপক্ষ এবং টিম গঠন করেছেন।

উল্লেখ যে, কারবালার বিমানবন্দরে ১৩ই মার্চ মার্কিন জঙ্গি বিমান হামলা চালায়। এই হামলার ফলে একজন নিহত এবং বেশ কয়েক জন আহত হয়েছেন। এছাড়াও ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। iqna

 

captcha