IQNA

করোনায় আক্রান্ত রোগীদের জনসম্মুখে উপস্থিত হওয়ার প্রসঙ্গে আয়াতুল্লাহ সিস্তানির ফতোয়া

16:28 - March 23, 2020
সংবাদ: 2610462
তেহরান (ইকনা)- করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জনসম্মুখে উপস্থিত হওয়ার ব্যাপারে ইরাকের প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানি নতুন ফতোয়া প্রদান করেছেন। বিশিষ্ট এই আলেমের ফতোয়া অনুযায়ী, করোনারি হার্ট ডিজিজের রোগী যদি জনসম্মুখে উপস্থিত হয় ও সে যদি জানে যে, তিনি এই রোগে আক্রান্ত রয়েছেন, আর এরফলে অন্য কোন ব্যক্তি যদি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, তাহলে সেটা ইচ্ছাকৃত হত্যাকাণ্ড বলে পরিগণিত হবে এবং এজন্য তাকে “দিয়া” অর্থাৎ রক্তমূল্য পরিশোধ করতে হবে।

আয়াতুল্লাহ সিস্তানির কার্যালয়ের কর্মকর্তা “আলা আবু আত-তারিক” এব্যাপারে এক অডিও বার্তায় বলেন: সরকারের পক্ষ থেকে যে সকল সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, আয়াতুল্লাহ সিস্তিনিও সেসকল সমাবেশ নিষিদ্ধ করেছেন।

তিনি বলেন: যুক্তিবাদী ও চিকিৎসকদের পরামর্শের প্রতি আয়াতুল্লাহ সিস্তানি গুরুত্বারোপ করেছেন। বাড়িতে যদি পাঁচ জন লোক থাকে, যারা পুরো এক মাস ঘর থেকে বের না হয়, তবে তারা ঘরে থেকেই জামাত সহকারে নামাজ আদায় করতে পারবেন।

আলা আবু আত-তারিক বলেন: চিকিৎসকদের পক্ষ থেকে যে সকল সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, আয়াতুল্লাহ সিস্তিনিও সেসকল সমাবেশ নিষিদ্ধ করেছেন। যারা এর বিরোধিতা করবে তারা দোষী এবং এসময়ে এধরণের সমাবেশে অংশগ্রহণ করাও হারাম। যদি কেউ জানে যে, সে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং আক্রান্ত অবস্থায় জনসম্মুখে উপস্থিত হয়, তাহলে সেটা হবে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড। আর করোনাভাইরাসে আক্রান্তর ব্যাপারে সে যদি অবগত না থাকে তাহলে সেটা অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড। iqna

captcha