IQNA

সৌদি আরবে জীবাণুমুক্ত করা হলো পবিত্র কুরআনের ১ কোটি ৭০ লাখ পাণ্ডুলিপি

19:50 - April 02, 2020
সংবাদ: 2610525
তেহরান (ইকনা)- সৌদি আরবের প্রচার, গাইডেন্স ও ইসলামিক মন্ত্রণালয় করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে সেদেশের মসজিদসমূহে পবিত্র কুরআনের ১ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার পাণ্ডুলিপি জীবাণুমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে।

সৌদি আরবের প্রচার, গাইডেন্স ও ইসলামিক মন্ত্রণালয় এ ব্যাপারে এক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জানিয়েছে, করোনার ভাইরাসের প্রাদুর্ভাবের পরে, দেশের বিভিন্ন প্রদেশের ৮৭২৪টি মসজিদ জীবাণুমুক্ত করা হয়েছে। এসময় পবিত্র কুরআনের বিভিন্ন সাইজের ১ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার পাণ্ডুলিপি জীবাণুমুক্ত করা হয়েছে।

এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, নাগরিক ও মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এবং মসজিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নির্বীজন পরিকল্পনার প্রথম পর্বে দেশের বিভিন্ন মসজিদের ৪৩ লাখ ৬২ হাজার মিটার গালিচা, ৫,২৩,৪৪০টি কুরআনের তাক এবং মৃত ব্যক্তিদের গোসল দেওয়ার জন্য ৫০টি বিশেষ স্থান নির্বীজন করা হয়েছে।

এদিকে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, গতকাল পর্যন্ত সেদেশে করোনাভাইরাসে ১৫৬৩ জন আক্রান্ত হয়েছেন। গতকাল মদিনায় করোনায় আক্রান্ত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।  iqna

 

captcha