IQNA

২০০০ সাল থেকে ১৭ হাজার ফিলিস্তিনি শিশুকে আটক করা হয়েছে

21:39 - April 05, 2020
সংবাদ: 2610545
তেহরান (ইকনা)- ফিলিস্তিনের কয়েদি বিষয়ক কমিটির চেয়ারম্যান ৪র্থ এপ্রিল ঘোষণা করেছে, ২০০০ সাল থেকে এপর্যন্ত ইহুদিবাদী ইসরাইলি সরকার কমপক্ষে ১৭ হাজার ফিলিস্তিনি তরুণকে গ্রেপ্তার করেছে। বর্তমানে ২০০ তরুণ ইসরাইলি কারাগারে বন্দি রয়েছে।

ফিলিস্তিনের কয়েদি বিষয়ক কমিটির চেয়ারম্যান ক্বাদরী আবু বকর গতকাল শিশু দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বলেন: বর্তমানে ইসরাইলের “আওফার”, “মাজদো” এবং “দামুন” কারাগারে ফিলিস্তিনের ২০০ শিশু ও তরুণ বন্দী রয়েছে।

তিনি আরও বলেন: ২০০০ সাল থেকে জায়নিস্ট সরকার ফিলিস্তিনের ১২ থেকে ১৮ বছর বয়সের মধ্যে কমপক্ষে ১৭ হাজার তরুণকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি ১০ বছরের কম বয়সী কয়েক ডজন শিশুকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে তিন-চতুর্থাংশ শিশু শারীরিক নির্যাতনের স্বীকার হয়েছে।

জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এবং মানবাধিকার সংস্থাগুলোর নিকটে ক্বাদরী আবু বকর সকল ফিলিস্তিনি শিশুদের মুক্তি দেওয়ার জন্য জায়নিস্ট সরকারকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। iqna

 

captcha