IQNA

২৪ ঘন্টায় আক্রান্ত ২৬৬, মৃত্যু ১৫

দেশে বেড়েই চলেছে করোনারোগীর মৃত্যুর হার

16:12 - April 17, 2020
সংবাদ: 2610609
তেহরান (ইকনা)- একদিনের ব্যবধানের ৫০ শতাংশ করোনা আক্রান্ত রোগী মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। গতকালের চেয়ে আজ আরো ৫ জন বেড়েছে। ২৪ ঘন্টায় করোনায় প্রাণ গেল আরও ১৫ জনের, এসময় নতুন আক্রান্ত ২৬৬

করোনায় একদিনে মৃত্যুর সংখ্যা এটি সর্বোচ্চ। এদিকে সুস্থ্যের তুলনায় মৃতের হারও দেশে বেশি। বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাড়ছে না সুস্থ্য হওয়ার হার।

এসব নিয়ে দেশের সঠিক সময়ে রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা নিয়ে প্রশ্ন উঠছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়েল বুলেটিনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৬৬ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট ৭৫ জনের মৃত্যু ও ১ হাজার ৮৩৮ জন আক্রান্ত হলেন।

শুক্রবার বেলা আড়াইটার পর অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

তিনি জানান, এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ রোগী। এছাড়া নতুন করে ৯ জনসহ মোট ৫৮ করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং দেশে এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে ‘কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।
সূত্র:bdrtnn

captcha