মসজিদুল হারাম এবং মসজিদে নববীর পরিচালক কমিটি মসজিদের সমস্ত জায়গায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে এই নামাজের ব্যবস্থা করেছেন।
এর আগে, করোনাভাইরাস মোকাবেলায় দেশটির প্রধান দুই মসজিদসহ সে দেশের সব মসজিদে নামাজ আদায় বন্ধ ঘোষণা করেছিল সৌদি আরব কর্তৃপক্ষ। পরে রমজান উপলক্ষে শুধু মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ১০ শর্তসাপেক্ষে ১০ রাকাত তারাবি আদায়ের অনুমতি দেওয়া হয়।
সৌদিতে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৯৩০ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ১২১ জন এবং সুস্থ হয়েছে ১ হাজার ৯২৫ জন।
এছাড়াও, গত রাতে আল-আকসা মসজিদে ১৫ জন মুসল্লির উপস্থিতিতে তারাবীর নামাজ অনুষ্ঠিত হয়েছে। iqna