IQNA

যুক্তরাষ্ট্রের শোনা যাচ্ছে আজানের প্রতিধ্বনি + ভিডিও

21:28 - May 01, 2020
সংবাদ: 2610702
তেহরান (ইকনা)- যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের রাস্তায় এই প্রথমবারের মতো লাউড স্পিকারে শোনা যাচ্ছে আল্লাহর ইবাদতের প্রতিধ্বনি। মিনেসোটার একটি বাড়ির ছাদ থেকে প্রথমবারের মতো এই আজান প্রচার করা হয়েছে।

প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় শহরের বাড়ির ছাদ থেকে জনসাধারণের জন্য আজান দেওয়া হয়েছে।

পবিত্র রমজান মাসের শুরুতেই মিনেসোটা শহরে এই আজান প্রচার করা হয়েছে।

রমজান মাস জুড়ে এই শহরের সিডার রিভারসাইড এলাকায় প্রতিদিন পাঁচবার করে এই আযান প্রচার করা হবে।

আজানের ধ্বনিতে প্রভাবিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নারী বলেছেন: আজানের ধ্বনি শুনলে আমার চোখে পানি চলে আসে। এই শহরে আমি ২০ বছর বসবাস করছি। এমন সুন্দর অনুভব আমি আগে কখনও পাইনি। আজানের ধ্বনি আমাকে প্রভাবিত করেছে।

সিডার চিভারসাইড এলাকায় সোমালিয়ার বংশোদ্ভূত সংখ্যালঘুরা বসবাস করে। তারা সাধারণত মসজিদে বা অন্যান্য সামাজিক কেন্দ্রে থেকে আজানের ধ্বনি শুনে থাকেন। তবে এখন করোনা প্রাদুর্ভাবের কারণের মসজিদগুলো বন্ধ রয়েছে।

এই শহরে বসবাসরত এক মুসলিম নাগরিক বলেন: ১৯৯৮ সাল থেকে এই এলাকার মসজিদে নামাজ আদায় করে আসছি। এই মসজিদটি আমার জন্য একটি ঐতিহাসিক স্থান। আমরা মসজিদের বাইরে থেকে আজানের ধ্বনি শুনিনি।

তিনি আরও বলেন: আমি বেশ কয়েকবার বিদেশে ভ্রমণ করেছি। আমি আমেরিকায় জন্মগ্রহণ করেনি। বিদেশে প্রতিদিন পাঁচবার আজান দেওয়া হয়। আর এখন এখানে একটি বাড়ির ছাদে পাঁচ বার আজান দেওয় হচ্ছে। এই দিনটি আমার জন্য এই ঐতিহাসিক দিন। iqna

মিনেসোটায় আজান দেওয়ার ভিডিও

captcha