IQNA

ভিডিও | বিশ্বের বিভিন্ন দেশের চিন্তাবিদদের দৃষ্টিতে ইমাম খোমেনী (রহ.)

21:02 - June 03, 2020
সংবাদ: 2610899
তেহরান (ইকনা): ইসলামি বিপ্লবের মহান নেতা ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনী (রহ.)’র ৩১তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৯ সালের ৩ জুন তিনি ৮৭ বছর বয়সে তেহরানের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

১৯৭৯ সালে ইমাম খোমেনীর নেতৃত্বে ইরানে ইসলামি বিপ্লব চূড়ান্ত বিজয়লাভ করলেও স্বৈরাচারী শাহ সরকারের বিরুদ্ধে তার আন্দোলন শুরু হয়েছিল ১৯৬৩ সালে। সেই বছরই শাহ সরকার প্রথমে তাকে তুরস্কে এবং পরবর্তীতে ইরাকে নির্বাসনে পাঠায়। ১৩ বছর ইরাকে অবস্থানকালে তিনি ইরানের শাহ সরকারের অবৈধ ও রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড এবং ইরানে আমেরিকার অন্যায় হস্তক্ষেপ ও স্বার্থান্বেষী তৎপরতার স্বরূপ উন্মোচন করেন।

এই বিপ্লবী নেতার ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্বের দেশের চিন্তাবিদগণ তার স্মরণে ফার্সি ও আরবি ভাষায় মূল্যবান বাণী দিয়েছে। এই বাণীতে ইমাম খোমেনী (রহ.)এর সাথে তাদের সাক্ষাতের স্মরণীয় ঘটনাবলী তুলে ধরেছেন। iqna

 

captcha