IQNA

মুসলিম রাজনীতিবিদকে হত্যার হুমকি দেওয়ার জন্য কারাদণ্ড

1:58 - June 04, 2020
সংবাদ: 2610903
তেহরান (ইকনা): মার্কিন যুক্তরাষ্ট্রে এক মুসলিম রাজনীতিবিদকে হত্যার হুমকি দেওয়ার জন্য এক ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে।

নর্থ ক্যারোলিনা রাজ্যের আইনজীবী জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় একজন মুসলিম রাজনীতিবিদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযোগে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে দশ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

জোসেফ সিসিল ভ্যান্ডোর সোশ্যাল মিডিয়ায় লিচিংয়ের (অবৈধ মৃত্যুদণ্ড) ছবি প্রকাশ করে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়া মুসলিম রাজনীতিবিদ কাসিম রশিদকে হত্যার হুমকি দিয়েছে।

এ ব্যাপারে ২য় জুন নর্থ ক্যারোলিনা অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসের মুখপাত্র ঘোষণা করেছেন: মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাদেশিক জজ ম্যাক্স কুগুরুন জুনিয়র মঙ্গলবার ওয়ান্ডোরকে দশ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। জুরি ২০১৮ সালের মার্চ মাসে হুমকিপূর্ণ টুইট পোস্ট করার জন্য ৫৩ বছর বয়সী এই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এছাড়াও, ওয়ান্ডোর তার সাজা শেষ করার পরে এক বছর অবধি পুলিশের পর্যবেক্ষণ থাকবে। iqna

 

captcha